কুড়িগ্রামে আবারও নদ-নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত

0
349

কুড়িগ্রাম প্রতিনিধি : টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমারসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কাউনিযা পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে করে প্লাবিত হয়ে পড়ছে জেলার রাজারহাট, কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার চরাঞ্চলসহ নদী তীরবর্তী এলাকাগুলো।

এদিকে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে জেলার বিভিন্ন এলাকার রোপা আমন ক্ষেত।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানে বৃষ্টিপাতের ফলে জেলার উপর দিয়ে প্রবাহিত সবগুলো নদ-নদীতে আরও দুই থেকে তিনদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।

এফএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here