কুমিল্লায় যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত সাড়ে টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরিপুর পশ্চিম বাজার ঈদগাহের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা গুলিবিদ্ধ জামাল হোসেনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জামাল কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যু্গ্ম আহ্বায়ক ও উপজেলার জিয়ারকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, মনিরের কপালে ও বুকে গুলি লেগেছে বলে শুনেছি। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে স্বজনরা মরদেহ ঢাকায় নিয়ে গেছেন।
এফএস