বহুল প্রতিক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পর প্রথম ১৪ ঘণ্টায় ১১ লাখ ৯৭ হাজার ৪০ টাকার টোল আদায় হয়েছে। রোববার রাত ৮টা পর্যন্ত এ টোল আদায় করা হয়।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার এ তথ্য নিশ্চিত করেন।
এম এস আকতার জানান, এক্সপ্রেসওয়ে চালুর প্রথম ১৪ ঘণ্টায় মোট গাড়ি চলেছে ১৪ হাজার ৭২৭টি। এর মধ্যে বিমানবন্দর থেকে বনানী ও মহাখালী গেছে ৮ হাজার ৪২৭টি গাড়ি। কুড়িল থেকে বনানী ও মহাখালী যায় ১ হাজার ৮৬৪টি গাড়ি। আর বনানী থেকে কুড়িল যায় ১ হাজার ৭২৩টি গাড়ি। এ ছাড়া তেজগাঁও থেকে মহাখালী, কুড়িল, বনানী ও বিমানবন্দর গেছে ২ হাজার ৭১৩টি গাড়ি।
এর আগে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর-ফার্মগেট অংশের উদ্বোধন করেন। পরে আজ সকাল ৬টা থেকে এক্সপ্রেসওয়ে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
এফএস