Wednesday, November 29, 2023
Homeস্পটলাইটএমডির বিরুদ্ধে অভিযোগ দেয়ার পর পদ হারালেন ওয়াসা চেয়ারম্যান

এমডির বিরুদ্ধে অভিযোগ দেয়ার পর পদ হারালেন ওয়াসা চেয়ারম্যান

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে অভিযোগ দেয়ার চারদিনের মাথায় পদ হারালেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা।

তাকে সরিয়ে এ পদে দায়িত্ব দেয়া হয়েছে বোর্ডের সদস্য সুজিত কুমার বালাকে।

রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ৭(১) ধারা অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য সুজিত কুমার বালাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলো।

পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ৯(১) ধারা অনুযায়ী তিনি ঢাকা ওয়াসা বোর্ডের পূর্ববর্তী চেয়ারম্যান ড. প্রকৌশলী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হবেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগে গোলাম মোস্তফা তাকসিম এ খানের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম-দুর্নীত ও স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগ তোলেন।

এফএস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments