Wednesday, November 29, 2023
Homeদেশের খবরএকসঙ্গে ৪ বাছুরের জন্ম দিল গাভী

একসঙ্গে ৪ বাছুরের জন্ম দিল গাভী

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় এক গাভী একসাথে ৪ বাছুরের জন্ম দিয়েছে। সোমবার সকালে উপজেলার উরফা ইউনিয়নের বারমাইশা এলাকার কৃষক শফিকুল ইসলামের বাড়িতে ওই ৪টি বকনা বাছুরের জন্ম হয়। সদ্য জন্ম নেওয়া বাছুরগুলো দেখতে মুহুর্তেই বাড়িতে উৎসুক জনতা ভীড় জমাচ্ছেন।

গাভীর মালিক ওই এলাকার মৃত শামসুল হকের ছেলে কৃষক শফিকুল ইসলাম। তিনি জানান, গত বছর এই ফ্রিজিয়ান শংকর জাতের গাভীটি ৯৭ হাজার টাকা দিয়ে কিনেন। এরকিছুদিন পরেই গাভিটিকে কৃত্রিম প্রজনন করান। সোমবার গাভীর বাছুর দেওয়ার উপসর্গ দেখা দেয় এবং স্থানীয় পল্লী পশুচিকিৎসক আব্দুল লতিফের সহায়তায় একে একে ৪টি বকনা বাছুরের জন্ম হয়।

এ ব্যাপারে নকলা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইসহাক আলী বলেন- একটি গাভীর একসাথে ৪টি বাছুরের জন্ম দেওয়ার নজির সচরাচর দেখা য়ায় না। এটা কৃষকের প্রতি আল্লাহর রহমত। প্রসূতি গাভীসহ সদ্য জন্ম নেওয়া ৪টি বাছুরই সুস্থ আছে। তিনি আরো বলেন, অপেক্ষাকৃত দুর্বল বাছুরগুলো ও গাভীর সুস্থ্যতায় উপজেলা প্রাণি সম্পদ থেকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments