পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ইঞ্জিনচালিত ভটভটি উল্টে আবির হোসেন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবির উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের আব্দুল মজিদ হাজির ছেলে এবং বক্তারপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কয়েকজন শ্রমিক পেয়ারা বাগানে কাজ করার উদ্দেশ্যে ইঞ্জিনচালিত ভটভটি যোগে যাওয়ার সময় সাহাপুর (মহেদেবপুর) দরগাপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে গেলে বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে স্কুলছাত্র আবির ঘটনারস্থলেই নিহত হয়।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বাসির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কোন পক্ষের অভিযোগ না থাকায় নিহত স্কুলছাত্রের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এফএস