Wednesday, November 29, 2023
Homeসারাবিশ্বঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল সৌদিআরব

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল সৌদিআরব

আব্দুল্লাহ আল মামুন,সৌদিআরব প্রতিনিধি:সৌদিআরবের জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুসারে আগামী ২৮ জুন ঈদুল আজহা এবং ২৭ জুন আরাফাতের দিন পালিত হবে বলে এমনটি আশা করা হচ্ছে।

পবিত্র ঈদুল আজহা বিশ্বব্যাপী পালিত মুসলমানদের একটি প্রধান এবং ত্যাগের উৎসব। ঈদুল আজহার সময় বিশ্বব্যাপী মুসলমানরা হজ পালন ও পশু কোরবানি দেয়।এ ছাড়া আরাফাতের দিন হজ পালনকারী মুসলমান হজযাত্রীরা পবিত্র মক্কার বাইরে অবস্থিত আরাফাতের ময়দানে সমবেত হন।

আরবি ক্যালেন্ডারের ১২তম এবং শেষ মাস জিলহজের দশম দিনে ছুটির দিন পড়লেও,ছুটির সঠিক তারিখটি বছরে বছরে পরিবর্তিত হয় এবং নতুন চাঁদ দেখার মাধ্যমে নির্ধারিত হয়।সৌদি আরবের পবিত্র শহর মক্কায় হজও এই মাসে অনুষ্ঠিত হয়ে থাকে।

তবে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি কর্তৃক হজ ও ঈদ-উল-আযহার আগের দিনে আনুষ্ঠানিক ঘোষণা না আসাপর্যন্ত তারিখগুলি পরিবর্তন নাও হতে পারে।

এফএস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments