Wednesday, November 29, 2023
Homeসারাবিশ্বইতিহাস গড়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হলেন শি

ইতিহাস গড়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হলেন শি

তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন শি চিনপিং।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ২০২২ সালের অক্টোবরে আরও পাঁচ বছরের জন্য চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) দায়িত্ব নেয়ার পর স্থানীয় সময় শুক্রবার শিকে ‍তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে পার্লামেন্ট।

সিপিসির প্রধান হওয়ার পর থেকে শূন্য কোভিড নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ এবং এ থেকে বেরিয়ে আসায় অনেক মানুষের মৃত্যুর ধাক্কা সামলাতে হয় শিকে।

চলতি সপ্তাহে চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপল’স কংগ্রেসের (এনপিসি) অধিবেশনে অস্বস্তিকর ওই বিষয়গুলো এড়িয়ে যাওয়া হয়েছে।

পার্লামেন্টে শুক্রবার সর্বসম্মতিক্রমে শিকে তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট এবং দেশটির কেন্দ্রীয় সামরিক কমিশনের প্রধান হিসেবে নির্বাচন করেন প্রতিনিধিরা।

প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে বেইজিংয়ের গ্রেট হলে বিছানো হয় লালগালিচা। ভোটের ব্যানার ঝুলতে দেখা যায় ভবনটিতে। আবহ সংগীত বাজায় সামরিক বাহিনীর একটি দল।

মঞ্চের এক প্রান্তে একটি ডিজিটাল মনিটরে দেখা যায়, তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে ২ হাজার ৯৫২ ভোটের সবগুলোই পেয়েছেন শি চিনপিং।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর লাল চামড়ায় মোড়ানো চীনের সংবিধান হাতে নিয়ে শি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী চীনের সংবিধানের প্রতি অনুগত, সংবিধানের কর্তৃত্বকে বহাল, আমার সাংবিধানিক কর্তব্য পালন, মাতৃভূমি এবং জনগণের প্রতি অনুগত থাকার শপথ করছি।’

শপথ অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার করা হয় রাষ্ট্রীয় টেলিভিশনে, যাতে শি উন্নত, শক্তিশালী, গণতান্ত্রিক, সভ্য ও মহান আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার করেন।

এফএস

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments