১ বল আগেই লেগ বিফোর উইকেটের জোড়ালো আবেদন নাকচ করে দিয়েছেন আম্পায়ার। রিপ্লেতে দেখা গেলো বল উইকেটেই আঘাত হানতো। তবে রিভিউ না নেওয়ার আক্ষেপ বেশিক্ষণ করতে হয়নি বাংলাদেশকে। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে সেই লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেই রহমানউল্লাহ গুরবাজকে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম।
এ খবর লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ-৯ ওভারে ১ উইকেটে ৩২ রান।
এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৩৩৪।
আগের ম্যাচ শেষে বলেছিলেন নিজের আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল। আজ যেন সেটাই নিলেন। ডেথ ওভারে ব্যাটিংয়ে নেমে ১৭ বলে ৩১ রানের দুর্দান্ত ক্যামিও খেললেন সাকিব আল হাসান। অধিনায়কের শেষের ঝড়ে ৩৩৪ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। এশিয়া কাপে টিকে থাকতে এই রান আটকাতেই হবে টাইগারদের। এশিয়া কাপে এখন বাংলাদেশের সর্বোচ্চ স্কোর এটি।
এর আগে ২০১৪ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে ৩২৬ রান এতদিন সর্বোচ্চ ছিল। যদিও সে ম্যাচটি হেরেছিল টাইগাররা।
এফএস