মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর লাশ জেল কোড অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (প্রসাশন) মো: মাইন উদ্দিন ভূঁইয়া।
আজ রাত পৌনে ১০টার দিকে তিনি এই তথ্য জানান।
মো: মাইন বলেন, ‘এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তারা সাঈদীর পরিবারের সাথে যোগাযোগ করবেন। জেল কোড অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। রাতের মধ্যেই লাশ হস্তান্তর হতে পারে।
আজ সোমবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর। হাসপাতালটির পরিচালক ডা. মো: নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন যে ৮.৪০ মিনিটে মৃত্যু হয় তার। এছাড়া তার ছেলে মাসুদ সাইদী ফেসবুক পোস্টেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছন।
এফএস