Wednesday, November 29, 2023
Homeবিনোদনঅবশেষে শাকিবের বিষয়ে মুখ খুললেন পূজা চেরি

অবশেষে শাকিবের বিষয়ে মুখ খুললেন পূজা চেরি

বিনোদন ডেস্ক- আলোচনা-সমালোচনার তুঙ্গে রয়েছেন নায়ক শাকিব খান। নায়িকা বুবলী তাদের আড়াই বছরের সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসতেই তুমুল সমালোচিত হচ্ছেন ঢাকার কিং খান।

বর্তমানে চিত্রনায়িকা পূজা চেরির সঙ্গে শাকিবের প্রেমের গুঞ্জন ঝড় তুলেছে সামাজিকমাধ্যমে। এ বিষয়ে পূজার কোনো মন্তব্য না আসায় রহস্য আরও ঘুরপাক খাচ্ছিল। অবশেষে শাকিব খান ইস্যুতে একটি বেসরকারি টেলিভিশনের কাছে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে পূজা বলেন, “শাকিব খান একজন ভালো অভিনেতা, তিনি তো সুপারস্টার। সবকিছু মিলিয়ে তিনি একটা ফুল প্যাকেজ। তাকে নিয়ে কোনো কিছুই আমি বলব না। তিনি ইন্ডাস্ট্রির নায়ক, আমিও একজন নায়িকা। তার সঙ্গে কাজ হতেই পারে। সব মিলিয়ে যদি ভালো মনে হয় আর দর্শকরাও যদি চায়, তাহলে অবশ্যই তার সঙ্গে আমি কাজ করব। বুবলী আপুর সঙ্গে আমার দু’দিন দেখা হয়েছে, হাই-হ্যালো হয়েছে। মনে হয়েছে যে উনি অনেক ভালো, অনেক পজিটিভ। আর অপু দিদির সঙ্গে খুব ভালো সম্পর্ক। আমার কাছে মনে হয়েছে তারা দুজনই ভালো। তাদের সঙ্গে আমাকে জড়িয়ে বাজে কোনো মন্তব্য করার কারণ আমি দেখছি না।”

পূজা চেরি আরও বলেন, “আমি ভেবেছিলাম যেহেতু এটা মিথ্যা একটা নিউজ, ১-২ ঘণ্টা পরই মানুষ বুঝে যাবে যে এটা একটা ফেক। এ জন্য এ নিয়ে আমি কিছু বলিনি, চুপ ছিলাম। এখন দেখছি চুপ থাকার কারণে বিষয়টা আরও বেশি নোংরা হয়ে যাচ্ছে। নোংরামির ব্যাপারটা এত বেশি ছড়িয়ে পড়েছে পরবর্তীতে আমি ক্লিয়ারও করেছি। আপনারা তো কখনও আমাকে দেখেননি।

আগে দেখুন, তারপর বলুন কোনটা ভালো বা কোনটা খারাপ। না দেখে বলাটা উচিত না। আমার ব্যক্তিগত জীবনে নিয়ে অনেকে অনেক কিছু বলেছে, আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক কিছুই করতে পারি। সেটা আমি অবশ্যই পেশাগত জায়গায় বলব না। কিন্তু এখন যেহেতু অনেকেই অনেক কথা বলছে আমি এইটুকু বলবো আসলে সত্যিটা জানার চেষ্টা করুন। প্রমাণ বের করার চেষ্টা করুন, তারপর বলুন।”

শুক্রবার (৭ অক্টোবর) মুক্তি পেয়েছে পূজা চেরির নতুন সিনেমা ‘হৃদিতা’।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments